খান নাঈম, ডেস্ক রিপোর্ট: বরগুনা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নিয়েছেন আজ। রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
এসময় বরগুনা পৌরসভার নবনির্বাচিত মেয়র এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, ৯ জন কাউন্সিলর এবং ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ গ্রহন করেন।
কাউন্সিলররা হলেন- তরিকুজ্জামান টিটু (১ নং ওয়ার্ড), সাইদুর রহমান সজিব(২ নং ওয়ার্ড), আল আমিন তালুকদার(৩নং ওয়ার্ড) , রমিজ মোল্লা(৫ নং ওয়ার্ড) , জহিদুল করিম বাবু(৬ নং ওয়ার্ড), রইসুল আলম রিপন(৭ নং ওয়ার্ড), মীর আরাফাত জামান তুষার(৮ নং ওয়ার্ড) ও ফারুক শিকদার (৯ নং ওয়ার্ড)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন- মমতাজ বেগম(১,২,৩ নং ওয়ার্ড), মোসা রাহিমা আব্বাস(৪,৫,৬ নং ওয়ার্ড), হোসনে আরা চম্পা(৭,৮,৯ নং ওয়ার্ড)।
শপথের পর বিভাগীয় কমিশনার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাঙ্খিত সেবা প্রদানের জন্য আহ্বান জানান।
কেএন/দুর্বার