চলে এসো রং বদল খেলায় একে অন্যকে নয়,
গিরগিটিকে হার মানাই
অভিসন্ধি, হিংসা, ভালবাসা
আর অভিনয়ের খেলায় হারিয়ে ফেলেছি নিজেদের
ভালবাসার অতীত।
আজ বৃষ্টির জন্য গল্প লিখতে হয়
ভালবাসার জন্য রূপকথা
সুখের জন্য জন্মনিতে হয় সুখী দম্পতির সঙ্গমে।
মেঘপাখি বালিকার মত খেলে বেড়ায়
রোদ পুতুলের বিয়েতে,
জলের দরে স্বপ্ন বেচে দিতে হয়
পতিতার শীৎকারে।
অবিশ্বাসের সুর কিনে
অবেলায় হলেও চলে এসো নিজেদের খুলে দেখি
ধুয়ে মুছে দেখি আবার ফেরা যায় কিনা অভিনয়ের
জীবন অপেরায়,
মিথ্যে হলেও গল্প বলতে হয় ভালবাসি।
খান নাঈম/দুর্বার